মূলত স্বাধীন গবেষক হিসেবে কাজ করেন। তাঁর সাম্প্রতিক অনুসন্ধানের বিষয় দক্ষিণ এশিয়ার এথনো-পলিটিক্স, কৃষি-অর্থনীতি, শ্রম গতিশীলতা এবং দলিত জীবন। প্রকাশিত গ্রন্থ প্রায় ২০টি। নিয়মিত লেখেন দৈনিক প্রথম আলো ও বিভিন্ন জার্নালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর পর্যায়ের পাঠ শেষ করেছেন। দর্শন চর্চায় তাঁর আগ্রহের বিষয় 'রাষ্ট্র'। রাষ্ট্র-দর্শন বিষয়ে তিনটি গ্রন্থ লিখেছেন এ পর্যন্ত। ছাত্রাবস্থায় সামরিকজান্তা বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্র সংগ্রাম পরিষদের সমর্থনে ডাকসু'র সদস্য নির্বাচিত হন তখন।বর্তমান সময়ে বহুত্ববাদী সমাজ গড়তে সংলাপ ও গণতন্ত্রকে জরুরি মনে করেন। তারই প্রকাশ দেখা যায় ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর আলোচনা-পর্যালোচনা-মন্তব্যে।
