অনেক দিন পর গ্রামে ‘হাটবার’ দিনে হাটে এলাম। তবে ‘হাট’ এখন ‘বাজার’ হয়ে গেছে। আর হাটবারে বিশেষ কোন ভীড়ও নেই। কারণ শহরের মতো প্রতিদিন এখন বাজারে ক্রেতা বিক্রেতা আসে। একসময় এই হাটে একই সংগে বিক্রেতা (নারিকেল, সুপারি, পেয়ারা) ও ক্রেতা (তেল, সাদা, গুড় ইত্যাদি) ছিলাম। আজ মূলত এসেছি কবুতর হাট দেখতে। শৈশব কৈশোরে ক্রয় বিক্রয়ের হাটুরে দিনগুলোতে কবুতরপট্টি ছিল আমার কৌতূহলের বড় জায়গা। এখন কবুতরের ক্রেতা বিক্রেতা দেখলাম কমে গেছে। কৃষিতে রাসায়নিকের ব্যবহারে সৌখিন পাখি পালনের খারাপ সময় যাচ্ছে এখন। আর এসব সৌখিনতার চর্চাও কমেছে। কবুতর হাটের সেই টানটান রোমাঞ্চ খুঁজে পেলাম না।